নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১২:০২। ১১ আগস্ট, ২০২৫।

‘নির্বাচনের আগে সতর্ক থাকার আহবান’ তারেক রহমান

আগস্ট ১০, ২০২৫ ৯:২৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এমনভাবে ধ্বংস করা হয়েছে যে জনগণকে চিকিৎসার জন্য প্রতিবেশী দেশে যেতে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, পদ্মা নদীসহ দেশের অন্যান্য নদীর ন্যায্য পানির হিস্যা আদায়ে প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি।

রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছেন রুক্মিণী

তারেক রহমান নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, নির্বাচনের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থাকতে। তিনি বলেন, “আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো মোকাবিলায় জনগণের পাশে যেতে হবে।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়েছেন। আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসে দেশ পুনর্গঠন করবে এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।”

আরও পড়ুনঃ  গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় রাজশাহী এডিটরস ফোরামের নিন্দা ও উদ্বেগ

দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এই দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নগরীর পাঠানপাড়ার বড় রাস্তার মোড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুপুরের পর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। এক পর্যায়ে পুরো এলাকা নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায়।

মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতসহ কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুনঃ  বিশ্বকাপেও আম্পায়ারিংয়ে দেখা যাবে বাংলাদেশের জেসিকে!

উল্লেক্ষ যে রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন কমিটি ঘোষণার আগ পর্যন্ত দায়িত্বে থাকবেন বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম ও ওবায়দুর রহমান চন্দন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।