অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের সরাসরি দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক অবস্থানে রয়েছে। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান জানিয়েছেন, নির্বাচনে কমপক্ষে ৫ শতাংশ নারী প্রার্থী দলীয় টিকিট পেতে পারেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) খুলনা প্রেসক্লাবে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’-এর আয়োজনে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সেলিমা রহমান বলেন, “ভবিষ্যতে এই হার আরও বাড়ানো হতে পারে। নারীরা যাতে রাজনৈতিকভাবে শক্ত অবস্থান তৈরি করতে পারেন, সেজন্য দলীয়ভাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি বলেন, “নারী শিক্ষা ও কর্মসংস্থানের অগ্রযাত্রা শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এখন তারেক রহমানের নেতৃত্বে নতুন করে নারী জাগরণের সূচনা হচ্ছে।” সভায় নারী ও শিশু অধিকার ফোরামের...
Developed by BDITHOST