
স্টাফ রিপোর্টার: আগামী বুধবার (২১ জুন) রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে অন্তত ৬০ শতাংশ ভোট পড়ার আশা করছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। অবশ্য প্রচার শুরুর পর থেকেই তিনি ৭০ শতাংশ ভোট পড়ার আশার কথা বলে আসছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর এখন ভোটের আশা ৬০ ভাগে নামিয়েছেন লিটন। ভোটের প্রচার-প্রচারণার শেষ দিন সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ৬০ ভাগ ভোট পড়ার আশার কথা জানান। শহরের একটি রেস্তোঁরায় এই মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। খায়রুজ্জামান লিটন বলেন, ‘এই নির্বাচনে তিনজন মেয়রপ্রার্থী ছাড়াও ১১২ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আছেন। সংরক্ষিত নারী আসনের প্রার্থী আছেন আরও ৪৬ জন। কাউন্সির প্রার্থীরা তাদের নিজ নিজ ভোটারদের ভোটকেন্দ্রে আনবেন। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভোটার...
Developed by BDITHOST