
স্টাফ রিপোর্টার: রাজশাহীর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেনের বাসা থেকে উদ্ধার করা আওয়ামী লীগ নেতা মীর ইশতিয়াক আহমেদ লিমনকে তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের জিম্মায় দেওয়া হয়েছে। সোমবার সকালে একটি মুচলেকা নিয়ে লিমনকে তাঁর বাবার জিম্মায় দেওয়া হয় বলে জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম। এর আগে রোববার দিবাগত রাত ১২টার সময় লিমনকে নির্বাচন কর্মকর্তার বাসা থেকে উদ্ধার করা হয়। রাত ৯টায় নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিমন এ বাসায় ঢুকলে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতারা তাঁকে অবরুদ্ধ করেন। আবুল হোসেন আগামী বুধবার অনুষ্ঠেয় রাজশাহী সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা। লিমনের মামা আবদুল হামিদ সরকার টেকন এই নির্বাচনে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। তিনি এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরও। এ অবস্থায় নির্বাচন কর্মকর্তার বাসায়...
Developed by BDITHOST