
স্টাফ রিপোর্টার : চব্বিশের গণঅভ্যুত্থানে হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা বিএনপির সদস্য মো. রায়হানুল আলম রায়হান। তিনি বলেন, অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশ এখনো রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে নিমজ্জিত। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজশাহীর পবা উপজেলার বায়া বাজারে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রায়হান বলেন, “দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে কর্তৃত্ববাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের উন্নয়ন ও নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে যুবসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ববিরোধী শক্তি হিসেবে কাজ করছে। বিরোধীদল ও সাধারণ মানুষের ওপর...
Developed by BDITHOST