
স্টাফ রিপোর্টার : আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে বিএনপি দুইশ’ সাতত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর অংশ হিসেবে শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে এক সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল প্রার্থীর হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন। তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করেন। এজন্য সভায় উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানান। এই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী সদর আসন-২ এর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর পক্ষে পরিচালনা ও প্রচারণা কমিটি...
Developed by BDITHOST