অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে তিনি জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছেন- দেশের জন্য কিছু করে যাওয়ার এটাই তার শেষ দায়িত্ব। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে এ কথা বলেন সিইসি। সংলাপে সভাপতিত্ব করেন তিনি নিজেই। এতে অংশ নেন নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তা ও মাঠপর্যায়ের নির্বাচন অভিজ্ঞরা। সিইসি বলেন, ‘আমরা একটি বিশেষ ধরনের সরকারের অধীনে, বিশেষ একটি পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করতে যাচ্ছি। এই নির্বাচনকে আমি জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছি- দেশের জন্য কিছু করার সুযোগ। তবে এই কাজ নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের...