নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ২:৩০। ২৩ মে, ২০২৫।

নির্বাচন হবে, সংস্কার ও বিচারের পরে -অধ্যাপক মজিবুর রহমান

মে ২২, ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সাইদ সাজু, তানোর : বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় নায়েবে আমির রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক সাংসদ অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, নির্বাচন হবে সংস্কার ও বিচারের পরে। তিনি বলেন, বিগত সরকারের আমলে দেশে এক নায়েক তন্ত্র প্রতিষ্ঠা করেছিলো। যারা সংস্কার চাইনা তারা ক্ষমতায় গেলে আবারো লুটপাট করবে।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার দিন ব্যাপি তানোর উপজেলার তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজ, তানোর আব্দুল করিম সরকার সরকারী ডিগ্রী কলেজ, গোকুল মাদ্রাসাসহ বেশ কয়েকজন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পৃথক পৃথক ভাবে শিক্ষকদের সাথে মতবিনিময় শেষে দ বিকালে তানোর থানা মোড়ে তানোর উপজেলা জামায়াতের উদ্যোগে এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

তিনি বলেন, গত ৫৪ বছরের ইতিহাস লুটপাটের ইতিহাস, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে হলে আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনা করতে হবে, তবেই দেশের উন্নয়ন ও শান্তি ফিরবে। তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর আব্দুল খালেক, আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা সভাপতি ডক্টর ওবায়দুল্লাহ, ওলামা বিভাগের রাজশাহী জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম,

আরও পড়ুনঃ  ইসরাইলের বন্দরে হামলার হুমকি ইয়েমেন হুথির

তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসের, সেক্রেটারি ডিএম আক্কাস আলীসহ জামায়াতে ইসলামী তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর নেতাকর্মি ও বিপুল সংখ্যক সমর্থকরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।