
স্টাফ রিপোর্টার: র্যাবের হেফাজতে নওগাঁর ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিন (৩৮) মস্তিস্কে রক্তক্ষরণের কারণে মারা গেছেন। জেসমিনের মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। জেসমিনের মৃত্যুর পর পরিবার তাঁকে নির্যাতন করা হয়েছে বলে যে অভিযোগ তুলেছিল, তা অসত্য বলে প্রতীয়মান হলো মরদেহের এই ময়নাতদন্ত প্রতিবেদনে। রোববার বিকালে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে প্রতিবেদনে জেসমিনের মৃত্যুর কারণ হিসেবে কী মতামত দেওয়া হয়েছে তা নিয়ে তখন সাংবাদিকদের কিছু বলতে চাননি ময়নাতদন্ত বোর্ডের প্রধান রামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিন। তবে সোমবার সকালে তিনি এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, কোনরকম নির্যাতন নয়, মস্তিস্কে রক্তক্ষরণের কারণে জেসমিনের মৃত্যু হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু। জেসমিনের মৃত্যুর কারণ হিসেবে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।...
Developed by BDITHOST