পিন্টু আলী , চারঘাট (রাজশাহী) : প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞার মধ্যেও রাজশাহীর চারঘাটে চলছে ইলিশ শিকারের মহোৎসব। মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের দায়সারা অভিযান এড়িয়ে জেলেরা ইচ্ছেমত দিন-রাত মা-ইলিশ ধরছে। মাঝেমধ্যে দু একটা অভিযান দিলেও জেলেরা পালিয়ে ভারতীয় সীমান্তের ভেতরে গিয়ে মাছ শিকার করছে। এতে যেকোনো সময় ভারতীয় সীমান্ত বাহিনীর হাতে আটক কিংবা হতাহতের আশংকাও তৈরি হয়েছে। ভারতীয় জেলেরাও বাংলাদেশের সীমান্তে ঢুকে অবাধে ইলিশ শিকার করছে। চারঘাট উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, অক্টোবরের ২২ দিন (৪-২৫ অক্টোবর) মা-ইলিশ ডিম ছাড়তে নদীতে উঠে আসে। পদ্মা দেশের অন্যতম ইলিশ প্রজনন অভয়াশ্রম। এই ২২ দিন পদ্মা নদীর জলসীমায় জাল ফেলা, ইলিশ মাছ শিকার, বহন, মজুত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। গত ছয়দিনে তিনটি অভিযান পরিচালনা করা হয়েছে। কোনো জাল, মাছ কিংবা জেলে আটক...