নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১২:৫০। ৬ আগস্ট, ২০২৫।

নিসচা রাজশাহী জেলা শাখার ট্রাফিক ক্যাম্পেইন ও পথসভা

আগস্ট ৫, ২০২৫ ১০:২৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : মঙ্গলবার ৫ আগষ্ট ২০২৫ জুলাই গণঅভুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও পথসভা করা হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন তানজানিয়ার সম্মানীয় রাষ্ট্রদূত ডঃ ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ও অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু।

আরও পড়ুনঃ  রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ-সভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন। আরও বক্তব্য দেন সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ ও সদস্য ডাঃ মনিরুল হক। আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য- সবুজ আলী,ইউনুস আলী,সদস্য- আজমেরী খাতুন (পাঁপিয়া), আসমানী খাতুন, ইসতিয়াক শাহরিয়ার (ইসতি), তমা, পিংকী ,শাহান,সাগর, হৃদয়, সিমলা,মৌসুমী, আফ্রিদি,রাকা, মিজানুর রহমান প্রমুখ।

আরও পড়ুনঃ  ভারত সফরে আসছেন মেসি, কোহলিদের সঙ্গে ক্রিকেট খেলবেন!

বক্তারা সকলে বাংলাদেশে নিরাপদ সড়ক ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করার আহবান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।