নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ৪:৫৯। ১৯ অক্টোবর, ২০২৫।

নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনমুলক কর্মসূচী পালন

অক্টোবর ৪, ২০২৫ ৬:১৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : শনিবার ৪ অক্টোবর সকাল ১১ টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে সারা মাসব্যাপী সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতা মূলক কর্মসূচীর অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার আয়োজনে ট্রাফিক পুলিশের সাথে যৌথভাবে ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনমূলক লিফলেট বিতরন করা হয় এবং পাশাপাশি পথসভাও করা হয়। পথসভায় বক্তারা সমাজে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার জন্য সকলকে আহবান জানান।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচন : ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে একমাত্র জয়ী ফুটবলার নার্গিস

নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহ্সান টিটুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা প্রকৌ: জিয়াউদ্দীন আহমেদ (জিয়া)। আরও অংশগ্রহণ করেন সংগঠনের সহ-সাধারন সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য- সবুজ আলী, আজমিরা আখতার পাপিয়া, সদস্য- সাগর, সাহান, মাহি, মেরিনা, মিজান, ইসতিয়াক প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।