স্টাফ রিপোর্টার : শনিবার ৪ অক্টোবর সকাল ১১ টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে সারা মাসব্যাপী সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতা মূলক কর্মসূচীর অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার আয়োজনে ট্রাফিক পুলিশের সাথে যৌথভাবে ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনমূলক লিফলেট বিতরন করা হয় এবং পাশাপাশি পথসভাও করা হয়। পথসভায় বক্তারা সমাজে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার জন্য সকলকে আহবান জানান।
নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহ্সান টিটুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা প্রকৌ: জিয়াউদ্দীন আহমেদ (জিয়া)। আরও অংশগ্রহণ করেন সংগঠনের সহ-সাধারন সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য- সবুজ আলী, আজমিরা আখতার পাপিয়া, সদস্য- সাগর, সাহান, মাহি, মেরিনা, মিজান, ইসতিয়াক প্রমুখ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।