নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১২:৩২। ১১ মে, ২০২৫।

নীলে নীলে মিলে একাকার মিম

মে ১০, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢালিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন বিদ্যা সিনহা মিম। পর্দার পাশাপাশি মডেলিং নিয়েও ব্যস্ততা রয়েছে তার। সামাজিক মাধ্যমে কখনো নানা অবতারে মেলে ধরেন নিজেকে, ভক্তদের মাঝে রীতিমতো মুগ্ধতা ছড়ান এই নায়িকা।

ছুটিছাটায় কোথাও বেড়াতে গেলেও সেখান থেকে আকর্ষণীয় রূপে নিজেকে মেলে ধরেন বিদ্যা সিনহা মিম। তবে এবার কাজের ব্যস্ততাকে সঙ্গে নিয়েও বেড়াতে গিয়েছিলেন তিনি। সম্প্রতি নীল সাগরের দেশ মালদ্বীপ বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে একটি কমার্শিয়ালের কাজে অংশ নিতে দেখা যায় তাকে। এবার কাজের ফাঁকে নিজেকে ভক্তদের কাছে মেলে ধরলেন মিম।

সম্প্রতি মালদ্বীপের সাগরপাড় থেকে থেকে কিছু মনোমুগ্ধকর ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন মিম। নীলে নীলে মিলে যেন এদিন একাকার হয়ে যান মিম! কারণ, মিমের পরনেও ছিল এদিন নীল রঙের, সাদা ফুলের প্রিন্টের টপস। যা আশেপাশের পরিবেশের রঙের সঙ্গেও মিলে যায়।

বলা বাহুল্য, সমুদ্রের নীল জলের প্রাকৃতিক এই সৌন্দর্যের মাঝে মিশে যাওয়া মিমের এই ফ্যাশন যেন ছিল চোখ জুড়ানো। এছাড়াও খোলা চুল, ন্যাচারাল মেকআপ আর মুখভরানো হাসিতে নিজেকে করে তোলেন আরও প্রাণবন্ত ও আবেদনময়ী।

মিমের এই বেড়াতে যাওয়ার ছবিগুলো যেমন ভক্তদের মাঝে ভ্রমণের এক আমন্ত্রণও তৈরি করে দিচ্ছে, তেমন এই ছবিগুলোর মাধ্যমে মিম আবারও প্রমাণ করলেন তিনি শুধু একজন চিত্রনায়িকাই নন, বরং একজন স্টাইল আইকন এবং প্রকৃতিপ্রেমীও। সব মিলিয়ে ভক্তদের মাঝে ছড়িয়েছে মুগ্ধতা, প্রশংসা- ভালোবাসাও পাচ্ছেন নায়িকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।