অনলাইন ডেস্ক : বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল বহুল আলোচিত বাংলা ছবি ‘রক্তবীজ-২’-এর প্রথম গান ‘চোখের নীলে’। গানটির দৃশ্যে সাহসী রূপে ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।
বুধবার প্রকাশিত এই রোমান্টিক গানে নীল বিকিনিতে সমুদ্রপাড়ে মিমির সাবলীল অভিনয় ইতিমধ্যেই ঝড় তুলেছে দর্শকদের মনে।
অনুপম রায়ের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন নবাগতা শিল্পী সূচন্দ্রিকা গোলদার। ছবিতে পুলিশ কর্তা সংযুক্তা-র চরিত্রে থাকছেন মিমি। অন্যদিকে গোয়েন্দা কর্মকর্তা পঙ্কজ-এর চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।
গানের দৃশ্য ইঙ্গিত দিচ্ছে, এবার তাঁদের সম্পর্কের রসায়ন পৌঁছবে এক নতুন উচ্চতায়।
আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ-২’। ইতোমধ্যেই প্রকাশিত টিজার এবং ট্রেলারে ঝলক মিলেছে গুলি-বোমা-অ্যাকশনে ভরপুর কাহিনির।
প্রথম ছবির মতোই এবারও গল্পে থাকছে ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন। যখনই দুই দেশের সম্পর্ক বন্ধুত্বের দিকে এগোয়, তখনই শুরু হয় চক্রান্ত— এমন ইঙ্গিতই মিলেছে ট্রেলারে।
প্রথম ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের জীবনের ছায়ায় নির্মিত হয়েছিল। এবারের কাহিনিতেও সেই বাস্তব ঘটনার ছাপ পাওয়া যাবে বলে ধারণা করছেন অনুরাগীরা।
নড়াইলের ভদ্রবিলা গ্রামে শ্বশুরবাড়ি দেখতে প্রণব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক সফরের কিছু ঘটনার প্রতিফলনও ছবিতে উঠে আসতে পারে বলে গুঞ্জন।
২০২৩ সালে সত্য ঘটনার ছায়ায় নির্মিত ‘রক্তবীজ’-এ দর্শক আবীর, মিমি এবং ভিক্টরের অভিনয় দেখেছিলেন। এবারও থাকছে সেই ত্রয়ী। তবে নতুন সংযোজন হিসেবে যোগ দিচ্ছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়। ট্রেলারে অঙ্কুশকে দেখা গেছে ভয়ংকর খলনায়কের চরিত্রে।
ছবিতে আরও আছেন ‘ব্যান্ডিট কুইন’ খ্যাত সীমা বিশ্বাস। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের ছায়ায় নির্মিত চরিত্রে তাকে দেখা যাবে। অন্যদিকে মিমি থাকছেন দাপুটে পুলিশ কর্মকর্তা সংযুক্তার ভূমিকায় এবং আবির কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা অফিসার পঙ্কজের চরিত্রে।
অভিনয়, গান ও অ্যাকশন— সব মিলিয়ে ‘রক্তবীজ-২’ দর্শকের প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছে।