নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১২:০১। ১৭ নভেম্বর, ২০২৫।

নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা

নভেম্বর ১৬, ২০২৫ ১০:৪০
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে থাকেন। এবার তিনি কন্যা সন্তান জন্ম নিয়ে এমন এক মন্তব্য করেছেন, যা নতুন করে বিতর্কের ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা এশিয়ার পরিবারগুলোতে ছেলে-মেয়ের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন। কঙ্গনা বলেন, ‘আপনারা এশিয়ার প্রতিটি পরিবারের সঙ্গে কথা বলে দেখতে পারেন।’

‘বিশেষ করে, দ্বিতীয়বার কন্যা সন্তান হলে আরও বিষয়টি বোঝা যায়। হতেই পারে কোনো পরিবার খুবই উচ্চশিক্ষিত। তারা দেখাতে চান, তাদের চোখে ছেলে ও মেয়ে দুইই সমান।’

তিনি বলেন, ‘কিন্তু আমি বলছি, মেয়ে হওয়ার পরে সকলের মধ্যে এই বিষয়টা নিয়ে চিন্তা হয়। এমনকি অভিনেতা-অভিনেত্রী এবং বড় পরিবারেও একই ছবি দেখা যায়।’

একজন জনপ্রিয় অভিনেত্রী কীভাবে এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই মন্তব্যের তীব্র সমালোচনা করছেন।

কেউ কেউ বলছেন, কঙ্গনার এমন বক্তব্য প্রমাণ করে যে তিনি মননে মোটেও প্রগতিশীল নন। তাদের মতে, সমাজের এমন একটি সংবেদনশীল বিষয়ে একজন তারকা ও জনপ্রতিনিধির বক্তব্য আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।