অনলাইন ডেস্ক : এবার ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে দেশের পশ্চিমাঞ্চলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বাজুরা শহরে ভূমিকম্প অনুভূত হয়। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নেপালের ন্যাশনাল ভূমিকম্প মনিটরিং অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট জানিয়েছে, বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল বিশায়া এলাকায়। এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি সর্বশেষ ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের বাজুরা শহর। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫দশমিক ৯। মিকম্পের কেন্দ্রস্থল ছিল মেলা শহরে। এই ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছিল। এবার ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল।এবার ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। এদিকে, চীন-তাজিকিস্তান সীমান্ত এলাকায়ও শক্তিশালী ভূমিকম্পের খবর পাওয়া গেছে। স্থানীয়...
Developed by BDITHOST