
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্রচার প্রচারণায় অংশ নিতে মাঠে নেমেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার। শুক্রবার সকালে তিনি রাজশাহীতে পৌঁছেই লিটনের সঙ্গে ভোটের মাঠে নেমে পড়েন। রাজশাহী এসে তিনি জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আর দুপুরে নগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকার গণপূর্ত বিভাগের মসজিদে জুমার নামাজ শেষে দলীয় প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে লিফলেট বিতরণ করেন। এদিকে কিছু সময় সিএন্ডবি মোড় লক্ষ্মীপুর কাজিহাটাসহ আশপাশের কয়েকটি এলাকায় ভোটারদের সঙ্গে কূশল বিনিময় ছাড়াও কথাবার্তা বলেন এবং লিটনকে নৌকা মার্কায় ভোট দিয়ে চলমান উন্নয়নকে বেগবান করার আহ্বান জানান। কবির বিন আনোয়ার বলেন, রাজশাহীতে দলীয় প্রার্থী লিটনের জয় সুনিশ্চিত। ফলে এখানে কেন্দ্রীয় নেতাদের প্রচার-প্রচারণায় আসার প্রয়োজন...
Developed by BDITHOST