জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : বাঙালির ঐতিহ্য নৌকা বাইচ দেখতে কয়েকটি গ্রামের লাখ মানুষের ঢল নেমেছে ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে। স্থানীয়দের উদ্যোগে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহায়তায় ছিলেন- ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী (স্বতন্ত্র) স্থপতি মুজাহিদ বেগ।
সোমবার বিকেল ৩ টায় নৌকা বাইচে অংশ নেয় ১২ থেকে ১৫ টি বাছাড়ি নৌকা। এদের মধ্যে নগরকান্দা উপজেলার আশফর্দী গ্রাম, আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রাম, পশ্চিম আলগীর শুকনী গ্রাম, ছুলিনা গ্রাম, নাওয়ারা গ্রাম, গুলপান্দী গ্রাম, সোনাখোলা গ্রাম, মাঝারদিয়া গ্রাম, অপরপটি গ্রাম ও পাশাপাশি গোপালগঞ্জ জেলার বৃহত্তম বাহাড়া গ্রামসহ আরও কয়েকটি গ্রাম থেকে বাছাড়ি নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। পরে, বিজয়ীদের মাঝে ৪টি ফ্রীজ, ১টি এলইডি টিভি ও নগদ ৫০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়।
পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি স্থপতি মুজাহিদ বেগ বলেন, ইতিহাস-ঐতিহ্য বহন করে নৌকা বাইচ। যা যুগযুগ ধরে গ্রাম বাংলার মানুষ উপভোগ করে আসছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হিসেবে ও বাঙ্গালির ঐতিহ্য রক্ষায় এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দলমত নির্বিশেষে স্থানীয়রা, পুলিশ ও সেনাবাহিনী এ কাজে সহযোগিতা করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বাইচ পরিচালনা কমিটিতে ছিলেন, আল-আমিন, তাইবুর রশিদ, আতিক মাতুব্বর, টুলু মাতুব্বর ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও জনপ্রতিনিধি প্রমুখ।