
ইমদাদ ইসলাম : আমাদের দেশে একটি জনপ্রিয় প্রবাদ আছে ' আদার ব্যাপারী জাহাজের খবর নেওয়ার দরকার কী?' বৃটিশরা বাঙালিদের নীচু দৃষ্টিতে রেখেই কথাটি বলতেন। যদিও তখনকার তোষামোদকারী বাঙালিরা এটা শুনে খুশিতে ডগমগ হয়ে যেত। মহান স্বাধীনতা যুদ্ধের সুফলে আজ সেই আদার ব্যাপারীরাই বিশাল বিশাল জাহাজের মালিক হয়েছে। তাদের মালিকানাধীন বিশাল বিশাল সমুদ্রগামী জাহাজ এখন বাণিজিক পণ্য নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের বড়ো বড়ো সমুদ্রিক বন্দরে নোঙ্গর করছে। বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়ে দক্ষতার সাথে করছে বাণিজ্য। আর দেশের জন্য বয়ে আনছে সন্মান। বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের কারণে নদীমাতৃক দেশ। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগর বাংলাদেশের পরিবেশের উপর গভীরভাবে প্রভাব বিস্তার করেছে। দেশটির উপর দিয়ে অসংখ্য নদনদী বয়ে গিয়েছে। বাংলাদেশের ভূমিরূপ উত্তর হতে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হওয়ায়...
Developed by BDITHOST