স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জায়ামাতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আজ শুক্রবার সকালে নগরীর একটি মিলনায়তনে ওয়ার্ড দায়িত্বশীলদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও রাজশাহী মহানগরীর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল তার বক্তব্যে বলেন, ন্যায়, ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের ইসলামী আন্দোলন চলবে। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে আগামীতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, সৎ মানুষের শাসন নিশ্চিত করতে হবে। এদেশের মানুষ শান্তি চাই, এদেশের মানুষ নিজেদের নাগরিক অধিকার চাই, আর কোনো স্বৈরশাসন এদেশের মানুষ দেখতে চাই না।
সভাপতির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, দেশের যেকোনো পরিস্থিতিতে আমাদের সকল স্তরের দায়িত্বশীলদের প্রস্তুত থাকবে। সমাজে যেনো কোনো ধরনের চাঁদাবাজি,সন্ত্রাসী কার্যকলাপ না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কোন ফ্যাসিস্ট বা তাদের সহযোগীদের হাতে দেশ তুলে দেয়া হবে না। ইসলামী দল গুলেন এক হচ্ছে। আমরা আন্দোলনের চেতনাকে ভুলণ্ঠিত হতে দিব না।
রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য রাজশাহী অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ( রাজশাহী-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী), সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ শাহাদৎ হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজশাহী -৩ আসনের এম.পি প্রার্থী আবুল কালাম আজাদ, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান,যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন প্রমুখ।