নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১১:৪৫। ১৬ অক্টোবর, ২০২৫।

ন্যূনতম কর প্রত্যাহার না হওয়া দুঃখজনক

জুন ১১, ২০২২ ৮:৪৪
Link Copied!

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড প্রস্তাবিত বাজেটের ওপর প্রতিক্রিয়ায় বলেছে, টেলিযোগাযোগ খাতের ওপর আরোপিত ২ শতাংশ নূ্যনতম আয়কর প্রত্যাহার না হওয়াটা অত্যন্ত দুঃখজনক। এ খাতে একটি যৌক্তিক কর কাঠামো ডিজিটাল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সহায়ক হতো। উচ্চ করভারে জর্জরিত টেলিযোগাযোগ খাতের অন্য বিষয়গুলোও প্রস্তাবিত বাজেটে সম্পূর্ণভাবে উপেক্ষিত রয়ে গেছে।

আরও পড়ুনঃ  বিভাজনের রাজনীতি নয়, বিএনপি ঐক্যের রাজনীতি চায়: রায়হান

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এমন মতামত দিয়েছেন। এতে আরও বলা হয়, তাঁরা আশা করেন, বাজেট পাস হওয়ার আগে ডিজিটাল অর্থনীতিতে টেলিযোগাযোগ খাতের অবদান বিবেচনায় নিয়ে এ খাতের কর কাঠামো, বিশেষ করে নূ্যনতম আয়করের দিকটি সরকার পুনর্বিবেচনা করবে।

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।