স্টাফ রিপোর্টার: বিএনপি ১০ বছর পদযাত্রা করেও ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার বিকেলে রাজশাহীর কাটাখালি বাজারে কাটাখালি পৌর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। লিটন বলেন, ‘নির্বাচন আসলেই বাংলাদেশে এক শ্রেণীর দলের মাথা খারাপ হয়ে যায়। এটি নতুন নয়, এটি তাদের পুরনো অভ্যাস। ২০০৮ সালে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি বানের জলের মতো ভেসে গেছে। সেই নির্বাচনে হাস্যকর ভোট পায় তারা। সেই থেকে তাদের ব্যারাম শুরু হলো। এখনো সেই ব্যারাম আছে। তারা কখন কী করে বসে ঠিক নাই। সেই জন্য আওয়মাী লীগ সতর্ক অবস্থায় রয়েছে।’ তিনি বলেন, ‘বিএনপি পদযাত্রা-সমাবেশ কর্মসূচির মাধ্যমে দেশকে অশান্ত করছে। তারা এভাবে দেশকে অশান্ত করবে...
Developed by BDITHOST