নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সকাল ৭:৫৮। ২৬ জুলাই, ২০২৫।


Girl in a jacket

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ কমিশনার

জুলাই ২৪, ২০২৫ ৬:১৯
Link Copied!

স্টাফ রিপোর্টার: ২৪ জুলাই অপরাহ্ণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সার্জেন্ট হতে পুলিশ পরিদর্শক (শহর ও যান) পদে পদোন্নতিপ্রাপ্ত মো: তৌহিদুল ইসলাম ও উপ-পরিদর্শক ( সশস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত মো: আবুল কালাম আজাদ দ্বয়কে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

এ সময় পুলিশ কমিশনার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি একজন পুলিশ পরিদর্শকের করণীয় ও বর্জনীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  ‘টাকার বিনিময়ে কোথাও যাইনি, গাড়িতে ধরা খেয়েছি এটা কেমন টপিক’

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত। মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর)সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

আরও পড়ুনঃ  তানোরে লটারীর মাধ্যমে পৌরসভার ওএমএস ডিলার নিয়োগ

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।