
স্টাফ রিপোর্টার: শিক্ষকদের পদোন্নতি দিতে না পেরে পদত্যাগ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রুটিন দায়িত্বের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। রোববার রাত ৯টার দিকে বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। শিক্ষকদের কাছে দিনভর অবরুদ্ধ থাকার পর রাতে তিনি পদত্যাগ করেন। এর আগে রোববার বেলা ১১টার দিকে রুয়েটের অর্ধশতাধিক শিক্ষক তাদের পদোন্নতির দাবিতে ভিসি অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনকে অবরুদ্ধ করেন। ভিসির কার্যালয়ে এই শিক্ষকরা মেঝেতে বসে ছিলেন দীর্ঘ সময়। কিন্তু রুটিন দায়িত্বের ভিসি হিসেবে পদোন্নতি দিতে না পারার কারণ বোঝাতে ব্যর্থ হলে রাতে তিনি পদত্যাগ করেন। পদত্যাগের পরই দপ্তর ছেড়ে চলে যান ড. সাজ্জাদ হোসেন। এরপর আন্দোলনরত শিক্ষকেরাও বাড়ি ফিরে যান। পদত্যাগের বিষয়টি রাতে নিজেই নিশ্চিত করেছেন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। তিনি...
Developed by BDITHOST