স্টাফ রিপোর্টার : রাজশাহীর পদ্মা নদীর চরে মিঠাপানির কুমির দেখা গেছে বলে দাবি করেছেন এক দম্পতি। তবে স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজশাহীর ষাটবিঘা চরে পাখির ছবি তুলতে গিয়ে কুমিরটি দেখতে পান আলোকচিত্রী দম্পতি ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা। তারা ড্রোন ও ক্যামেরায় প্রাণীটির ছবি ও ভিডিও ধারণ করেন। কুমিরের ছবিটি রাজশাহীর পদ্মানদীর টি-বাঁধের উল্টো দিকে থেকে তুলেছেন বলে জানান ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা দম্পতি। ২০১৫ সালে বাংলাদেশে এই শ্রেণির কুমিরকে বিলুপ্ত ঘোষণা করে আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন। বিশেষজ্ঞদের মতে, এটি ভারতের চাম্বুল নদী থেকে চলে আসতে পারে। এ বিষয়ে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘পদ্মায় কুমির দেখা গেছে এমন তথ্য আমাদের জানা নেই। তবে এখানে কুমির...
Developed by BDITHOST