
স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জীবনমান উন্নয়নে ছাগল ও বাসস্থানে ব্যবহারের উপযোগী ফ্লোরম্যাট বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন ডিটিএলপি প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই উপকরণ বিতরণ করা হয়। উপজেলার ৮০ জন সুফলভোগীর প্রত্যেককে দুইটি করে মোট ১৬০টি ছাগল এবং বাসস্থানের জন্য পাঁচটি করে ফ্লোরম্যাট দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন, “সরকার পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এই ছাগলগুলো তাদের কাছে আমানত। সঠিকভাবে লালন-পালন করে বংশবৃদ্ধির মাধ্যমে পরিবারগুলো স্বাবলম্বী হতে পারবে। বিক্রি বা জবাই না করার শর্তেই এগুলো প্রদান করা হয়েছে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা প্রাণিসম্পদ...
Developed by BDITHOST