স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবার ডাঙ্গের হাট মহিলা কলেজ সংলগ্ন মাঠে দুইদিনব্যাপি শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে এফ.এফ.সি শাকিব দল মিয়াপুর সেভেন স্টার দলকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার বিকেলে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ ও অর্থ প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পতিত সরকারের আমলে বিএনপি’র নামে কোন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি। আইনশৃংখলা বাহিনী দিয়ে বাধা প্রধান করতো। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পরে সকলের মনে এখন স্বস্তি ফিরে এসেছে। যার প্রমান আজকের খেলায় মানুষের ঢল। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যেমন সুষ্ঠু ও সুন্দর সমাজ ও দেশ গঠন করা যায়। তেমনি একজন মানুষের শরীর গঠনে সহায়তা করে। সেইসাথে মাদক থেকে বিরত রাখে।
তিনি আরো বলেন, তিনি সর্বদা খেলাধুলা ভালবাসেন। যেখানেই খেলা হোক জানতে পারলে তিনি ছুটে যান। আগামীতেও এই ধরনের টুর্নামেন্টের জন্য তাঁর সহায়তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করে সকল দর্শক ও আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। বক্তব্য শেষে তিনি বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে মেডেল, নগদ অর্থ পুরস্কার হিসেবে বিতরণ করেন। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক প্রধান শিক্ষক কবির উদ্দিন।
হুজরীপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি পরিবারের আয়োজনে জাতীয়তাবাদী দল পবা উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রমুখ।