
স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন পবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে নগরীর উপশহর বিসিক এলাকার নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এছাড়াও তিনি আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও এলাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। সভায় বিএনপি প্রার্থী হিসেবে রাজশাহী-৩ আসনে মনোনীত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন বলেন,“বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। জনগণই ক্ষমতার প্রকৃত মালিক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত। এই লক্ষ্য অর্জনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি নিরপেক্ষভাবে সত্য তুলে ধরেন, তাহলে...
Developed by BDITHOST