
স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা ও মোহনপুরের বীজ ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বীজ ও সার ডিলাররা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। এ সময় তাঁরা আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে পবা-মোহনপুর আসনে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “বীজ ও সার ডিলাররা কৃষকদের প্রথম সারির সহযোগী। আগামীতে তাঁদের সব যৌক্তিক সমস্যা ও দাবির সমাধান করা হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কৃষকের স্বার্থে কাজ করতে হবে।” মতবিনিময় সভায় সভাপতিত্ব...
Developed by BDITHOST