নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৮:৫৪। ২০ নভেম্বর, ২০২৫।

‘পবা–মোহনপুরের মানুষ ভয়-ভীতি উপেক্ষা করে ইসলামের পক্ষে ভোট দেবে’-আবুল কালাম আজাদ

নভেম্বর ২০, ২০২৫ ৭:২৮
Link Copied!

রাকিব হাসান, স্টাফ রিপোর্টার : মোহনপুর থানার মৌগাছি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনকে ঘিরে একটি জনসভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, আগামী দিনে পবা–মোহনপুরের জনগণ সৎ নেতৃত্বকে বেছে নিয়ে দাঁড়িপাল্লা প্রতীককে ব্যাপক ভোটে বিজয়ী করবে।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে মাছ ধরতে নিষেধ করায় বিধবা নারীর ওপর হামলার চেষ্টা, থানায় জিডি

প্রধান অতিথি রাজশাহী-৩ আসন (পবা–মোহনপুর) এর বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে বলেন, “পবা–মোহনপুরের মানুষ ভয়-ভীতি উপেক্ষা করে ইসলামের পক্ষে ভোট দেবে এবং দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে জয়ী করবে।”

আরও পড়ুনঃ  শেখ হাসিনার মামলার রায় ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার

তিনি আরও বলেন, এ আসনে জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বিগত সময়ের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে পবা–মোহনপুরকে দেশের একটি মডেল আসন হিসেবে গড়ে তোলা হবে।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিচারক পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এছাড়া জনসভায় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আমির মাওলানা জি. এম. আব্দুল আউয়াল, উপজেলা সেক্রেটারি আব্দুল গফুর মৃধা, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আজিজ, জাহানাবাদ ইউনিয়নের আমির আব্দুল হালিমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।