
অনলাইন ডেস্ক : বিজেপির সঙ্গে জোট গঠন করতে চাওয়ার অভিযোগ অস্বীকার করে পবিত্র কোরআনের শপথ নিয়েছেন ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, কখনোই তিনি বিজেপির সঙ্গে জোট করতে চাননি। এর আগে বিজেপি দাবি করেছিল, রাজ্যের স্বায়ত্তশাসন ফেরানোর শর্তে ২০২৪ সালে দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে জোট গঠনের প্রস্তাব দিয়েছিলেন ওমর আবদুল্লাহ। সোমবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ লিখেছেন, “আমি পবিত্র কোরআনের শপথ করে বলছি, ২০২৪ সালে রাজ্যের স্বায়ত্তশাসন ফেরানোর জন্য কিংবা অন্য কোনো কারণে আমি বিজেপির সঙ্গে জোট করতে চাইনি। জীবিকা নির্বাহের জন্য (বিজেপি নেতা) সুনীল শর্মার মতো আমি মিথ্যা বলি না।” এই মন্তব্যের মাধ্যমে রাজ্যের বিধানসভায় বিরোধী দলীয় নেতা সুনীল...
Developed by BDITHOST