
অনলাইন ডেস্ক : শার্লিন চোপড়া -- বলিউডের বিতর্কিত মডেল-অভিনেত্রী। এবার বড় মন্তব্য তাঁর। নিশানায় রাজনীতিবিদের ছেলে। অতীতে বলেছিলেন, 'পয়সার জন্য বিছানায় গিয়েছি'। কার সঙ্গে? 'পয়সার জন্য বিছানায় গিয়েছি', শার্লিনের নিশানায় নেতার ছেলে, খোলসা করলেন সবটা! শার্লিন চোপড়া — বলিউডের বিতর্কিত মডেল-অভিনেত্রী। এবার বড় মন্তব্য তাঁর। নিশানায় রাজনীতিবিদের ছেলে। অতীতে বলেছিলেন, ‘পয়সার জন্য বিছানায় গিয়েছি’। কার সঙ্গে? কেন করেছিলেন এ হেন মন্তব্য? –এবার যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন তিনি। এর আগে শার্লিন বলেন, “আমি পয়সার জন্য অনেকের শয্যাসঙ্গিনী হয়েছি। কিন্তু এখন আর পয়সা দিয়ে সেক্সে আমি নেই।” শার্লিনের ওই মন্তব্যের পর বিস্ফোরক প্রতিক্রিয়া হয়েছিল তাঁকে ঘিরে। উঠেছিল বয়কটের ডাকও। সম্প্রতি এক সাক্ষাৎকারে শার্লিন দাবি করেন, তিনি যে ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মন্তব্য করেন, তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাঁর কথায়, যখনই ভালবাসার প্রসঙ্গ...
Developed by BDITHOST