
বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকে ‘করণ অর্জুন’, ‘ঘাতক’, ‘তিরঙ্গা’র মতো বহু হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মমতা কুলকার্নি। ইন্ডাস্ট্রিতে একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে জনপ্রিয় হয়েছেন তিনি। ক্যারিয়ারে সাফল্যের সিঁড়ি চড়ার সঙ্গে সঙ্গে বিতর্কের সঙ্গেও তার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে। ১৯৭২ সালে মুম্বইয়ে একটি মরাঠি ব্রাহ্মণ পরিবারে জন্ম মমতার। তার বাবা মহারাষ্ট্র পুলিশে কাজ করতেন। মমতার মা ছিলেন গৃহবধূ। বাবা-মা ও দুই বোনকে নিয়ে মুম্বাইয়ে থাকতেন মমতা। অভিনয় জগতে মমতার আগ্রহ জন্মায় তার মায়ের কারণে। ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন তার মা। কিন্তু স্বপ্নপূরণ না করতে পারায় নিজের মেয়ের চোখ দিয়েই সেই স্বপ্ন দেখতে চেয়েছিলেন তিনি। মায়ের স্বপ্ন বাস্তব করতে মডেলিং পেশায় নামেন মমতা। সুন্দরী হওয়ায় মডেলিংজগতে খুব তাড়াতাড়ি নামডাক হয়ে যায় মমতার। সেই সূত্রে ১৯৯১ সালে ‘নানবারগাল’ নামে...
Developed by BDITHOST