
স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপের মুখে আবু তাহের নামের এক ছাত্রলীগ নেতাকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁর বিরুদ্ধে হলে নির্যাতন, হুমকি এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু তাহেরকে মতিহার থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। আবু তাহের রুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌমিক সাহার অনুসারী হিসেবে পরিচিত। শিক্ষার্থীদের অভিযোগ, গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু তাহের আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেন এবং হামলায় অংশ নেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোপনে ক্যাম্পাসে ফিরে এসে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে সক্রিয় ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে...
Developed by BDITHOST