
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার আঘোর গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক ও 'আলকাপ' গানের পরিচালক রেবতী মোহন সাহা (৭৫) পরলোকগমন করেছেন। বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকালে আঘোর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তিনি প্রায় ৪৫ বছর ধরে নিজ গ্রামে প্রতিষ্ঠিত 'মহামায়া পঞ্চরস আলকাপ যাত্রা' নামে 'আলকাপ' গানের দল পরিচালনা করে আসছিলেন। এর মাধ্যমে তিনি অসংখ্য আলকাপ শিল্পী তৈরি করেন। এছাড়াও তিনি স্থানীয় খড়িবাড়ী বাজারে অবস্থিত মাতৃ ক্লিনিকের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।
Developed by BDITHOST