
স্টাফ রিপোর্টার: পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন দপ্তরে কেনাকাটায় দুর্নীতির সুনামি চলেছে। দরজা-জানালার পর্দা, সংকেত বাতি, ফায়ার এক্সটিংগুইসার, রেফ্রিজারেন্ট গ্যাস, ফিনাইল, ভিম ও ব্লিচিং পাউডারের মতো পণ্য কিনতে ঠিকাদারকে দেওয়া হয়েছে বাজারমূল্যের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বা এরও বেশি দাম। স্টেশনের ওয়েটিং রুমের জন্য জানালার প্রতি পিস পর্দাই কেনা হয়েছে প্রায় ১৫ হাজার টাকা দরে। এ দামে যে পর্দাগুলো কেনা হয়েছে তার মধ্যে ছয় পিস এখন নাটোর রেলওয়ে স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে লাগানো আছে। সেখানে গিয়ে দেখা যায়, দুটি জানালা ও একটি দরজায় দুটি করে পর্দা লাগানো আছে। স্টেশনের কর্মকর্তারা জানান, প্রায় ১৫ হাজার টাকা দামের পর্দা এগুলোই। রাজশাহী পর্দা গ্যালারী নামের একটি শোরুম দীর্ঘদিন থেকেই দেশী-বিদেশী সব ধরনের পর্দা বিক্রি করে আসছে। নাটোর স্টেশনের ওই পর্দার ছবি দেখে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে,...
Developed by BDITHOST