
অনলাইন ডেস্ক : পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে পারে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সম্ভাব্য সূচির কথা জানিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। মালিকানা বদলে গেলেও কোনো ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করা যাবে না। নতুন ফ্র্যাঞ্চাইজির নাম কী হবে সেটিও আজ নিশ্চিত করেছে বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু আগেই জানিয়েছিলেন দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী কয়েক দিনের মধ্যেই এসব চূড়ান্ত করা হবে। আজ পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করে দিয়েছে বিসিবি। রংপুর রাইডার্স আগামী আসরেও একই নামে খেলবে। গত মৌসুমে খেলা ঢাকা ক্যাপিটালসও থাকছে একই নামে। তবে বদলে গেছে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম। এরমধ্যে সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স নামে এ দুটি ফ্র্যাঞ্চাইজি খেলবে। এ ছাড়া চট্টগ্রামের...
Developed by BDITHOST