
স্টাফ রিপোর্টার: এবার রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হলে পাঁচ বছরে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করতে চান ক্ষমতাসীন দলের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। সিটি করপোরেশনের এই বর্তমান বলেছেন, ‘রাজশাহীর উন্নয়নে কিছু কাজ বাকি আছে। বাকি কাজগুলো আমাকে দিয়ে করাবেন জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। রাজশাহীর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। আমি সুযোগ পেলে রাজশাহীতে এবার ৫ হাজার কোটি টাকার উন্নয়ন করতে চাই। সোমবার নগর ভবনের গ্রীন প্লাজায় রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০১৮ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর তিন হাজার কোটি টাকার প্রকল্প পেয়েছে সিটি করপোরেশন। তা দিয়ে শহরের দৃশ্যমান উন্নয়ন হয়েছে। তা উল্লেখ করে মেয়র বলেন, এবারের পাঁচ বছর হবে কর্মসংস্থানের।...
Developed by BDITHOST