নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সন্ধ্যা ৭:৩৯। ৪ সেপ্টেম্বর, ২০২৫।

পাকিস্তানের এক প্রদেশে ৮ মাসে ৬ শতাধিক সন্ত্রাসী হামলা

সেপ্টেম্বর ৪, ২০২৫ ৫:৫০
Link Copied!

অনলাইন ডেস্ক : সন্ত্রাসবাদের গ্রাসে পরিণত হচ্ছে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া। প্রদেশটিতে চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ৬০৫টি সন্ত্রাসী হামলা ঘটেছে।

এসব হামলায় মোট ১৩৮ জন বেসামরিক এবং ৭৯ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৮২ জন। আহতদের মধ্যে ৩৫২ জন বেসামরিক এবং ১৩০ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য রয়েছেন।

আরও পড়ুনঃ  ২৯ বছর বয়সেই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি, ৬৮ বছরের ইতিহাসে কনিষ্ঠতম

সর্বশেষ গত আগস্ট মাসে খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় মোট ১২৯টি সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলায় নিহত হয়েছেন ১৭ জন বেসামরিক এবং ১৩ জন পুলিশ কর্মকর্তা, আহত হয়েছেন ৪৬ জন।

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পুলিশ বিভাগ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সন্ত্রাসবাদ এবং এসব হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৫১ জনের একটি তালিকা করেছে পুলিশ। এই তালিকায় থাকাদের মধ্যে ৩২ জন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন, ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের নাগাল এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  সরকারের কাছে ৩ দফা দাবি গণঅধিকার পরিষদের

গত সপ্তাহে খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানের কেন্দ্রীয় পুলিশের সদর দপ্তরে বোমা হামলা হয়েছিল। এতে নিহত হয়েছিলেন সেনবাহিনীর ৬ জন সদস্য। সেই ঘটনার ৬ দিন পর এই প্রতিবেদন প্রকাশ করল খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পুলিশ।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে কট্টর ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী তালেবান। তারপর থেকেই আফগানিস্তানের সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে।

আরও পড়ুনঃ  ভরি ভরি সোনা বিক্রি করতে হয়েছিল অপু বিশ্বাসকে!

খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানপন্থি তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। পাকিস্তান এ দু’টি গোষ্ঠী নিষিদ্ধ।

সূত্র : জিও নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।