নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সন্ধ্যা ৬:০৩। ১০ আগস্ট, ২০২৫।

পাকিস্তানের বিপক্ষে মিরপুরের উইকেট দেখে হতাশ ছিলেন সিমন্সও

আগস্ট ১০, ২০২৫ ৩:০৫
Link Copied!

অনলাইন ডেস্ক : ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। সিরিজ জিতলেও কিছুটা অস্বস্তি ছিল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে। এমন উইকেটে পাকিস্তানের কোচ-অধিনায়ক কেউই খুশি ছিলেন না। এরপর বিসিবির একাধিক পরিচালকও অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন। মিরপুরে এমন উইকেট দলের প্রত্যাশা ছিল না বলে মন্তব্য করেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

উইকেটের আচরণে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও হতাশ ছিলেন। এ নিয়ে গতকাল (শনিবার) বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম বলেন, ‘(মিরপুরেও সামনে স্পোর্টিং উইকেটে খেলার প্রশ্নে) অবশ্যই হবে। সত্যি বলতে পাকিস্তানের সঙ্গে যখন এবার খেলা হয়েছিল, আমাদের প্রধান কোচ খুবই হতাশ হয়েছিলেন উইকেট দেখে। কারণ আমরা জানি যেখানেই খেলতে যাব, সেটির আদর্শ প্রস্তুতি এখানে হবে না। এই কারণে আমরা নেদারল্যান্ডসের সঙ্গে সিলেটে খেলব (এই মাসের শেষে), মিরপুরে খেলব না।’

আরও পড়ুনঃ  দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণ বাউল ডালিমের মর্মান্তিক মৃত্যু

‘নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষেও আমরা (গত মে মাসে) সিলেটে খেলেছি, যেখানে কন্ডিশন তাদের (নিউজিল্যান্ড) মতোই ছিল। ওই জায়গায় আমরা আপোস করতে চাই না। আমরা ভালো উইকেটে খেলব, তাতে যদি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তাতেও সমস্যা নেই’, আরও বলেন ফাহিম।

আরও পড়ুনঃ  বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ৩৩ আফগান সন্ত্রাসী নিহত

বাংলাদেশের ক্রিকেটাররাও এমন উইকেটে আর খেলতে চান না বলে দাবি বিসিবির এই পরিচালকের, ‘আমাদের ক্রিকেটাররা এখন ওই ধরনের (মিরপুরের মতো) উইকেটে খেলতে পছন্দ করে না। আমাদের দুজন ওপেনার, যারা এখন আমাদের শক্তির জায়গা, তারাও এরকম উইকেট চায় না। তারা চায় ভালো উইকেট, যেখানে বল ব্যাটে আসবে, বাউন্স থাকবে এবং খেলতে পারবে ব্যাকফুটেও।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ ‍শুরুর আগেই নাকি স্পোর্টিং উইকেট চেয়েছিলেন লিটনরা। সবার ভাবনায় পরিবর্তন আসছে জানিয়ে ফাহিম বলেন, ‘অধিনায়ক লিটন কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগেই বলেছিল, ভালো উইকেটে খেলতে চায় ওরা। আমাদের ভাবনা ও মানসিকতায় পরিবর্তন এসেছে। এখন সময় হয়েছে বাকি সবার মধ্যে পরিবর্তন আসার। তাহলে দলটাও ভালো করবে, ক্রিকেটও ভালো হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।