অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ রশিদ খান। পাকিস্তানের এমন কাণ্ডের কড়া সমালোচনাও করেছেন তিনি। এবার নিজের এক্স প্রোফাইল থেকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের নাম মুছে ফেলেছেন এই অলরাউন্ডার। আইপিএলসহ বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলেন রশিদ। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগের দল লাহোরের হয়েও খেলেন তিনি। সেই দলের নাম নিজের ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে মুছে দিয়েছেন এই অলরাউন্ডার। এর আগে রশিদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, 'পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নাগরিকদের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। এই হামলায় অনেক নারী, শিশুর প্রাণ গেছে। প্রাণ গেছে তরুণ ক্রিকেটারদের, যারা একদিন আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্ন দেখেছিলেন। এভাবে বেসামরিক অবকাঠামোয় হামলা বর্বরোচিত এবং অনৈতিক। এই ধরনের কাজ মানবাধিকার লঙ্ঘন করে, একে এড়িয়ে যাওয়া উচিত নয়।' পাকিস্তানের হামলার প্রতিবাদে আফগানিস্তান ক্রিকেট...
Developed by BDITHOST