অনলাইন ডেস্ক : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় সেনাবাহিনীর একটি গাড়ি বহরকে লক্ষ্য করে বন্দুক ও বোমা হামলা করেছে নিষিদ্ধ ও কট্টর ইসলাপন্থি রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)। এতে ৯ জন সেনাসদস্য ও ২ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আজ ৮ অক্টোবর বুধবার স্থানীয় সময় সকালে খাইবার পাখতুনখোয়ার কুররম ও এর পার্শ্ববর্তী জেলা ওরাকজাইয়ের সংযোগ সড়কে ঘটেছে এ ঘটনা। পুলিশসূত্রে জানা গেছে, টিটিপির সন্ত্রাসীরা আগে থেকেই ওই এলাকায় অবস্থান নিয়ে ছিল। সামরিক বাহিনীর গাড়ি তাদের নাগালে মধ্যে আসামাত্র ব্যাপকভাবে গুলিবর্ষণ শুরু করে তারা। তারা বন্দুক হামলা শুরু করার অল্প কিছুক্ষণের মধ্যে সড়কে পেতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। এতে বহরের একটি গাড়ি উড়ে যায়। দুই কর্মকর্তা ওই গাড়িতে ছিলেন। ভিন্ন গাড়িতে ছিলেন সেনারা। এক বিবৃতিতে পাকিস্তানের সেনবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর...
Developed by BDITHOST