নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ২:২১। ১৮ মে, ২০২৫।

পাকিস্তান ক্রিকেটে ফের অধিনায়ক বদলের গুঞ্জন

মে ১৭, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : পাকিস্তান ক্রিকেটের রদবদলটাই যেন এক নিয়মিত সত্য। কখনো কোচ, কখনো অধিনায়ক। কিংবা কখনো ক্রিকেট প্রশাসকের পদ। পালাবদলই পাকিস্তান ক্রিকেটের নিয়মিত এক সত্য। সবশেষ কদিন আগেই দেশটির ক্রিকেটে সাদা বলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাইক হেসন। সেইসঙ্গে অন্তর্বর্তী কোচের পদে থাকা আকিব জাভেদ চলে যান হাইপারফরম্যান্স ইউনিটে।

এবার পাকিস্তান ক্রিকেটে আরও এক রদবদলের গুঞ্জন এসেছে প্রকাশ্যে। আর সেটা টেস্ট দলের অধিনায়কের পদে। শান মাসুদকে অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগেই সরিয়ে দেয়া হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের একাধিক গণমাধ্যম।

আরও পড়ুনঃ  মেসিকে যেভাবে লাল কার্ড থেকে বাঁচিয়েছেন প্রতিপক্ষ কোচ

পিসিবির ঘনিষ্ঠ সূত্রের বরাতে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, টেস্ট অধিনায়ক হিসেবে এবার সৌদ শাকিলের নাম বিবেচনা করছে বোর্ড। যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। মূলত পাকিস্তানের টেস্ট ফরম্যাটেই বড় রকমের সংস্কার আসছে সামনের দিনগুলোতে। নিয়োগ দেয়া হবে নতুন কোচিং স্টাফ। অধিনায়কের পদে রদবদল সেটারই একটা অংশ মাত্র।

শান মাসুদ ২০২৩ সালের বিশ্বকাপে বড় রকমের ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে ব্যাপক আকারের রদবদল দেখা গিয়েছিল। তিন ফরম্যাট থেকেই বাবর আজমকে সরিয়ে দেয়া হয়। সেই সময়েই টেস্ট অধিনায়কত্ব পান শান মাসুদ। তার অধীনে পাকিস্তান দলের সময়টা খুব একটা ভালো কাটেনি। এই সময়ে পাকিস্তান মাত্র ১২টি টেস্টের মধ্যে ৩টিতে জয় পেয়েছে, বাকি ৯ ম্যাচেই হেরেছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের গ্রেপ্তার ১৫

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩–২৫ চক্রেও পাকিস্তানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। পয়েন্ট তালিকায় তারা নবম স্থানে ছিল। অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে দলটি। সিরিজ জিতেছে কেবল শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে। এমন পরিস্থিতিতে নতুন চক্রটা নতুন এক অধিনায়ক নিয়েই শুরু করতে চায় পিসিবি।

সম্ভাব্য অধিনায়ক সৌদ শাকিলের গেল বছরটা মোটাদাগে বেশ ভালোই গিয়েছে। টেস্ট দলের মিডল অর্ডারে নিজেকে থিতু করেছেন। অভিষেকের পর থেকে তার গড় ৫০-এর উপরে। তার ধারাবাহিকতা ও শান্ত মেজাজ নির্বাচকদের নজর কেড়েছে। পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসবেও দারুণ পারফর্ম করেছেন সৌদ শাকিল। এমন অবস্থায় নির্বাচকরা তাকে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে বিবেচনায় রেখেছেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

পাকিস্তানের পরবর্তী টেস্ট চক্র অক্টোবর মাসেই শুরু হবে। পূর্ণাঙ্গ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তবে নতুন অধিনায়কের বিষয়টি সিরিজের অনেক আগেই চূড়ান্ত করতে চায় পিসিবি, যেন প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।