স্টাফ রিপোর্টার : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় ঝঃৎবহমঃযবহরহম জবধফরহম ঐধনরঃ ধহফ জবধফরহম ঝশরষষং ধসড়হম ঝবপড়হফধৎু ঝঃঁফবহঃং ঝপযবসব-এর পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির রাজশাহী বিভাগীয় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ নভেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম লিডার এবং বিশ^সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন। কর্মশালায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। স্কিমভুক্ত সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অনুকূল পরিবেশ তৈরি...
Developed by BDITHOST