তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (২১ নভেম্বর) সোমবার এসেডো ও গণসাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন ‘ফুল ফোটার আগেই যদি ঝরে যায় তবে আমরা সুবাস পাবোনা। প্রত্যেক শিশুর জন্য নিরাপদ সুরক্ষিত পরিবেশ তৈরি করতে হবে বেঁচে থাকার জন্য। জীবন দক্ষতার অন্যতম একটি বড় অনুষঙ্গ হলো সাঁতার শেখা। পাঠ্যবইয়ে এগুলো বেশি বেশি অন্তর্ভূক্ত করতে হবে। মিডিয়াও দূর্ঘটনায় বিভৎসভাবে মৃত্যুবরণ করলে গুরুত্ব দিয়ে ছাপায়। কিন্তু পানিতে ডুবে মারা গেলে গুরুত্ব দিয়ে ছাপায় না। মিডিয়াকে প্রচারে এগিয়ে আসতে হবে। বেশি বেশি...
Developed by BDITHOST