
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দেড় দশকের অভিনয় ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে হাজির করেছেন। এবার তাকে দেখা যাবে লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ পান্না কায়সারের চরিত্রে। ছবিটি প্রযোজনা করছেন তার মেয়ে অভিনেত্রী শমী কায়সার। সরকারি অনুদানপ্রাপ্ত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। পান্না কায়সারের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘মুক্তিযুদ্ধ: আগে ও পরে’ অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। জানা গেছে, এই ছবির মাধ্যমে পান্না কায়সারের দৃষ্টিকোণ থেকে শহীদুল্লা কায়সারকে আবিষ্কার করা হবে। গতকাল মঙ্গলবার ঢাকার ইস্কাটনের একটি বাড়িতে শুরু হয়েছে এই ছবির শুটিং। এতে শহীদুল্লা কায়সার চরিত্রে অভিনয় করছেন মোস্তফা মনওয়ার। মা পান্না কায়সারের চরিত্রে মিমকে নেওয়ার বিষয়ে শমী বলেন, ‘পান্না কায়সার সাদামাটা গ্রামের এক মেয়ে, একটু লম্বা, শারীরিক গড়নটা যেমন, সেটার সঙ্গে মিম অনেকখানিই যায়।...
Developed by BDITHOST