নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৪:০১। ১২ মে, ২০২৫।

পাবনায় অটোভ্যানে বাসের চাপা: তরুণ নিহত, আহত ১০

ডিসেম্বর ১৮, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনায় ইঞ্জিনচালিত আটোভ্যানে বাসের চাপায় এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে পাবনা-ঢাকা মহাসড়কে পাবনা সদর উপজেলার জালালপুর ক্যাডেট কলেজের সামনে। নিহত ভ্যানচালক শিপন (২২) সদর উপজেলার রাজাপুর এলাকার ওয়াজ আলির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহন নামের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বাসটি অটোভ্যানকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক শিপন। অন্তত ১০ বাস যাত্রী আহত হন। তবে তাদের নাম পরিচয় দিতে পারেনি পুলিশ।

মাধপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও সদর থানা-পুলিশ আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর বাস চালক ও সহযোগী পালিয়ে গেছে। বাসটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। কেউ অভিযোগ দেয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।