নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সন্ধ্যা ৭:৪৩। ৬ নভেম্বর, ২০২৫।

পাবনায় ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

জুন ১৮, ২০২৩ ৭:০৬
Link Copied!

পাবনা জেলা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় অতর্কিতভাবে হামলা ও এলোপাতাড়ি গুলি চালিয়ে এক ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই ছাত্রলীগ কর্মীর নাম তাফসির আহমেদ মনা (২৪)।

শনিবার (১৭ জুন) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের মন্ত্রীর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত তাফসির আহমেদ উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর পাকারাস্তা মোড় এলাকার তাইজুর রহমান তুহিনের ছেলে। তিনি পাকশি ইউনিয়ন ছাত্রলীগ কর্মী ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, তাফসির আহমেদ মন্ত্রীর মোড়ে দোকানে বসে ছিল। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তার ওপর হামলা করে এবং এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তাফসির গুরুতর আহত হন এবং দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের ময়নাতদন্তের রিপোর্ট ও ঘটনার তদন্তের পর হত্যার নেপথ্যের কারণ জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।