
স্টাফ রিপোটার : আজ সোমবার (১৩ জুন) বিকালে পাবনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার কক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ কর্মসূচির আওতায় ‘‘তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার’’ নিশ্চিতকরণের লক্ষ্যে এক মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা তথ্য অফিসের আয়োজনের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। প্রধান অতিথির বক্তৃতায় হাফিজা খাতুন বলেন, বর্তমান তরুণ প্রজন্ম অনেক স্মার্ট। তাদের স্মার্টনেস শুধু চেহারাই নয় কাজেও স্মার্ট। এখানে আমরা সবাই শিক্ষক-শিক্ষার্থী। আমরা যারা শিক্ষক আছি তারা আগে শিক্ষা নিয়েছি, এখন তা বিতরণ করছি বা প্রচার করছি। একইভাবে আজকে যারা শিক্ষার্থী আছে তারাও আমাদের হয়ে পরবর্তী প্রজন্মের কাছে জ্ঞান প্রচার করবে। কারিগরি জ্ঞানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, কারিগরি জ্ঞান না থাকলে আজ বিশ্ববিদ্যালয়গুলোও চলত না।...
Developed by BDITHOST