
পাবনা প্রতিনিধি : পাবনার নবনিযুক্ত জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসক মু: আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহম্মেদ। বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, যুগান্তর ও চ্যানেল আই প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, একুশে টেলিভিশন ও মানবজমিন প্রতিনিধি রাজিউর রহমান রুমী, ইত্তেফক প্রতিনিধি রুমী খন্দকার, ডেইলী অবজারভার প্রতিনিধি নরেশ মধু, দি বাংলাদেশ টুডের প্রতিনিধি আব্দুল হামিদ খান, নিউ এজ প্রতিনিধি মাহফুজ আলম, দৈনিক আজকের ইতিহাস পত্রিকার সম্পাদক আবু হাসনা মুহাম্মদ আইয়ুব, দৈনিক...
Developed by BDITHOST